Previous
Next

হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ে আপনাকে স্বাগতম!

হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় স্থাপিত হয় ২০০৮ সালে। এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু/ ব্যক্তিদের শিক্ষা, সেবা, অগ্রগতি এবং পুনর্বাসনে নিয়োজিত। এই সংস্থা অটিজম স্পেক্ট্রাম ডিসঅর্ডার (এ এস ডি), অ্যাটেনশন ডেফিসিট / হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি), সেরেব্রাল প্যালসি (সি পি) , ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধকতাইয় আক্রান্ত ব্যক্তিদের জন্য সেবা দিয়ে থাকে।  

হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়টি হোপ অটিজম কল্যাণ সংস্থর দ্বারা পরিচালিত। এই সংস্থাটি বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট আইনের আওতায় কাজ করে। এটি সামাজিক আইনের আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ কল্যাণ অধিদপ্তরের সাথে নিবন্ধিত। নিবন্ধন নম্বর হচ্ছে ঢ - ০৯৬৫০। বাংলাদেশ সরকারের এনজিও বু্রোর সাথেও এটি নিবন্ধিত যার নিবন্ধন নম্বর - ৩২৪৯।

হোপ অটিজম বিশেষায়িত সংস্থা তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় পরিচালনা করে থাকে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের সেবা অত্যন্ত প্রশংসিত। 

বর্তমানে ৭০টির ও অধিক শিশু হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের সেবা নিচ্ছে। এখানে রয়েছে দক্ষ প্রশিক্ষক যারা স্বক্ষেত্রে বিশেষজ্ঞ। প্রতিটি শিশুর লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে এখানে পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয়। হোপ অটিজম বিশেষায়িত সংস্থার প্রচেষ্টা থাকে দক্ষতার উন্নয়ন ও ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের সমাজে পুনর্বাসন করা।

হোপ অটিজম বিশেষায়িত সংস্থা সমান সুযোগে বিশ্বাস করে। এটি ধর্ম, জাত, লিঙ্গ এবং সক্ষমতার দৃষ্টিকোণ থেকে অ-বৈষম্য নীতি পালন করে থাকে।

Previous
Next